close(x)
 

দুপুরে ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

by রাজনীতি Published: July 10, 2023 BNP Logo

১২ জুলাই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। গত শনিবার এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দেয় দলটি। এ বিষয়ে কথা বলতে দুপুরে ডিএমপিতে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, দুপুরে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।