close(x)
 

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

by National Published: July 19, 2023

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. হাসান হাওলাদার (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দিনগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী থানার সিফাত পেট্রল পাম্পের উল্টোপাশে বিদ্যুৎগলি এলাকায় এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মো. হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শ (এসআই) মোহাম্মদ আনাছ বলেন, খবর পেয়ে হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আশপাশের লোকের কাছে জানতে পেরেছি, ওই যুবক একটি ওয়ার্কশপে কাজ করতেন। কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে হাসানকে হত্যা করা হয়েছে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এসআই মোহাম্মদ আনাছ।