close(x)
 

	
	
	

সংবিধান কোরআন নয় যে পরিবর্তন করা যাবে না: গয়েশ্বর

by রাজনীতি Published: July 12, 2023 বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে দলের নেতাকর্মীরা।

বুধবার (১২ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার পতনের এক দফা দাবিতে আয়োজিত সমাবেশ তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘সংবিধান ছাড়া কিছু হবে না সেটা আমরাও বিশ্বাস করি। সংবিধান শেখ হাসিনার জন্য নয়, আওয়ামী লীগের জন্য নয়, সংবিধান দেশের মানুষের জন্যে। সংবিধান কোরআন নয় যে পরিবর্তন করা যাবে না।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন প্রসঙ্গে কোন আপস নয়। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না। যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, আজকে আবার গণতন্ত্রের জন্য যুদ্ধ করবো। ভোট চোরের সমর্থকদের কোন রেহাই দেয়া হবে না।

বিএনপির এই নেতা বলেন, ‘এখন থেকে আমাদের রক্ত নিতে এলে তাদের রক্ত রেখে দিবো। এখন একটা আঘাত এলে পাল্টা দুইটা আঘাত করতে হবে। আমাদের নেতৃত্ব দেবেন তারেক রহমান।’

গয়েশ্বর বলেন, ‘২৭শে মার্চ যেমন স্বাধীনতার জন্য জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন, তেমনি আজকে আরেক স্বাধীনতার ঘোষণা দেবেন বিএনপি মহাসচিব।’