মোস্তাফিজের পর শেষ ওভারে নিজে না এসে তাসকিনের ওপর ভরসা রেখেছেন সাকিব।
লেংথ, শর্ট অব আ লেংথে করে তাসকিন প্রথম দুই বল দেন ডট। তৃতীয় বলে একই লেংথ থেকে পুল করতে গিয়ে লং অনে নাজমুল হোসেনের হাতে ক্যাচ দেন করিম জানাত। নতুন ব্যাটসম্যান মুজিব স্ট্রাইক ফিরিয়ে দেন রশিদ খানকে। নন স্ট্রাইক প্রান্তে যেন ফুঁসছিলেন রশিদ, সুযোগ পেয়ে পঞ্চম বলে অফ স্টাম্পের বাইরে থেকে টেনে মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা মারেন আফগানিস্তান অধিনায়ক। শেষ বলটি শর্ট লেংথে ছিল, রশিদ সেটি ছেড়েই দেন ওয়াইড ভেবে। আম্পায়াররা অবশ্য তেমন কিছু ভাবেননি। ১৭ ওভারে আফগানিস্তান তুলেছে ১১৬ রান। বাংলাদেশের লক্ষ্য অবশ্য বদলাবে। এবং সেটি ১৭ ওভারে ১১৯ রান।
বৃষ্টির পর দ্রুত ৩ উইকেট হারালেও আজমতউল্লাহ ওমরজাই ও করিম জানাতের জুটি একটা লাফ দেওয়ার চেষ্টা করছিল, সর্বশেষ ম্যাচে যেটি করেছিল নবি ও ওমরজাইয়ের জুটি। তবে শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শেষ ৩ ওভারে এসেছে মাত্র একটি বাউন্ডারি, সেটিও শেষের আগের বলে মেরেছেন রশিদ খান।
ম্যাচের মাঝপথে বাংলাদেশকেই ফেবারিট বলতে হবে। কিন্তু আফগান-চ্যালেঞ্জ তো আছেই।