close(x)
 

	
	
	

সব বাঁধা উপেক্ষা করে জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবে হাজারো শিক্ষক

by Uncategorized Published: July 25, 2023

জাতীয়করণের দাবিতে ১৫তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস ছাড়া শ্রেণিকক্ষে ফিরবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর কটাক্ষ করে বক্তব্য, ক্লাসে উপস্থিত হওয়ার মাউশির হুশিয়ারি থাকা স্বত্তেও আজ শিক্ষকদের উপস্থিতি ছিল অন্যদিনগুলোর চেয়ে কয়েকগুণ বেশি। শিক্ষকরা বলছেন যত বাঁধা আসবে শিক্ষকদের আন্দোলনে এই উপস্থিতি কয়েকগুণ বাড়বে।

আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকারি স্কুলের শিক্ষকদের সাথে বেসরকারি স্কুলের শিক্ষকদের বেতন, বোনাস, বাড়ি ভাড়াসহ সব ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এই বৈষম্য দূর করতে হবে। এজন্য মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

শিক্ষকরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয়করণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এলেই শ্রেণিকক্ষে ফিরে যাবেন তারা। এর আগে কোনো কিছুই তাদের ঘরে ফেরাতে পারবে না।

জানতে চাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, আজ সবচেয়ে বেশি শিক্ষক আন্দোলনে অংশ নিয়েছেন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস ছাড়া স্কুলে ফিরবো না। মাউশি কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে যত ধরনের নোটিশ দেওয়ার দিক। আমাদের তাতে কিছু যায় আসে না।