মঙ্গলবার (২২ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ইন্না লিল্লাহি পড়ায় আওয়ামী লীগ অনেককেই দল থেকে বহিষ্কার করেছে। সরকারের কাছে আমার প্রশ্ন: ইন্না লিল্লাহির পরিবর্তে কি তবে জয় বাংলা পড়বে?’
বিএনপি এবং জিয়া পরিবার নিয়ে প্রধানমন্ত্রীর হিংসা হয় উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমন-পীড়ন করেও বিএনপির আন্দোলন থামানো যায়নি, যাবেও না।