close(x)
 

আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ ফাঁস

by বাংলাদেশ Published: July 14, 2023

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ঐতিহাসিক জয়ের পর ওয়ানডে সিরিজ খোয়ায় বাংলাদেশ দল। এবার দুই ম্যাচের টি-টোয়েন্টিতে মুখোমুখি হতে যাচ্ছে উভয়। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে একে অপরের অন্যতম প্রতিপক্ষ। তাই সিরিজগুলো বেশ গুরুত্ব পাচ্ছে।

আজ (১৪ জুলাই) সন্ধ্যা ছয়টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। ওয়ানডে সিরিজে সফরকারীরা দাপট দেখালেও টি-টোয়েন্টিতে ভালো কিছু করতে আত্মবিশ্বাসী স্বাগতিক অধিনায়ক সাকিব আল হাসান।

ওয়ানডে সিরিজ হাতছাড়া হলেও, টি-টোয়েন্টিতে কোনো ছাড় নয়; সিরিজ জয়ে চোখ সাকিবের। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব জানান,‌ ‘আমার কাছে মনে হয়, আমরা দল হিসেবে তখনই ভালো খেলি, যখন অন্য দল নিয়ে চিন্তা না করি। আর আফগানদের স্পিনারদের নিয়ে আমি অতটা ভাবতে চাই না। নিজেদের পারফরম্যান্সের ওপর বেশি ফোকাস করতে চাই।’

টি-টোয়েন্টি আফগানরা কতটা শক্তিশালী তা কম-বেশি সবারই জানা। বিশেষ করে তাদের স্পিন আক্রমণ বিশ্বসেরা। রশিদ, নবী, মুজিব এর পাশাপাশি পেসার ফারুকী বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ। ওয়ানডে সিরিজেও দেখা গেছে যার প্রতিফলন।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ-আফগানিস্তানে মুখোমুখি পরিসংখ্যানে আফগানরাই এগিয়ে। দুই দলের ৯ দেখায় ৬টিতেই জিতেছে আফগানরা। বাকি ৩ ম্যাচে জিতেছে বাংলাদেশ। তাই অতীত পরিসংখ্যান মাথায় নিতে নারাজ বাংলাদেশ। লড়াইটা শুধু বাংলাদেশ-আফগানিস্তানের নয়, লড়াইটা আইপিএলে একই দলের হয়ে খেলা দুই বন্ধু রশিদ-সাকিবের। রশীদ নাকি সাকিব, কে হাসে শেষ হাসি- উত্তরটা সময়ই দেবে। খেলা শুরু সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ : রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শামিম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আফগানিস্তান সম্ভাব্য একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হযরতউল্লাই যাযাই, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, সিদ্দিকুল্লাহ অটল, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক),আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকী ও মুজিব উর রহমান।