চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘যথা সময়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচাল করতে যেমন অপমক্তি মাথাছাড়া দিয়ে উঠুক না কেনো, তাদেরকে মোকাবেলার শক্তি আওয়ামী লীগের রয়েছে। সাধারণ মানুষও জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নিবে।’
রবিবার দুপুরে নগরীর ১২নং সরাইপাড়া ওয়ার্ডের কাঁচারাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর গণসংযোগে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘আমরা সবাই চট্টগ্রামের উন্নয়নের জন্য লড়াই করছি। পাশাপাশি চট্টগ্রাম নগরীর সাধারণ মানুষের সুযোগ-সুবিধা রক্ষনে সচেষ্ট আছি। আমাদের যাত্রা পথ একটাই। নৌকার যাত্রী হয়ে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।’
আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘বিজয়ী হলে জনগণের কাছে এসে তাদের আশা ও আকাঙ্খার কথা শুনবো। সেই আকাঙ্খা পূরণে আমি সচেষ্ট থাকবো। যদি ব্যর্থ হই, তার দায় ভার আমি নিজে গ্রহণ করবো।’
এসময় অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, সদস্য ড. নিছার উদ্দীন মঞ্জুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।