close(x)
 

আগুন নেভাতে যাওয়ার সময়ে ফায়ার সার্ভিসের গাড়ি চালকের মৃত্যু

by National Published: July 24, 2023 Bangladesh Fire Service & Civil Defence

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যাওয়ার সময়ে ফায়ার সার্ভিসের এক গাড়ি চালক মারা গেছেন। নিহত গাড়ি চালকের নাম মো. জাহাঙ্গীর।

সোমবার (২৪ জুলাই) ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে কর্তব্যরত কর্মকর্তা শাহজাদী সুলতানা ডিবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে ওই পোশাক কারখানার  আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি জানান, সাড়ে ১০টার দিকে এক পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ঘটনাস্থলে যাওয়ার সময়ে নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে এক সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর নামের একজন চালক মারা গেছেন।