close(x)
 

খাগড়াছড়িতে আওয়ামী লীগের সমাবেশে বিএনপির হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

by রাজনীতি Published: July 19, 2023

খাগড়াছড়িতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে বিএনপির হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ির পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।লিখিত বক্তব্যে সরকারি স্থাপনা, পৌর সভা ভাঙচুর অগ্নিসংযোগ ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানানো হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বিএনপি-জামাত নির্বাচনের নামে আন্দোলন করে বিশৃঙ্খলা সৃষ্ট করেছে। নির্বাচন কিন্তু শেখ হাসিনার অধীনেই হবে।

সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, সদস্য নিলোৎপল খীসা, শতরুপা চাকমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।