close(x)
 

বিএনপি-জামায়াতের উসকানি থেকে সতর্ক করলেন মান্নাফি

by রাজনীতি Published: July 18, 2023 শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি।

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শান্তি ও উন্নয়ন সমাবেশের র‌্যালি শুরুর আগে তিনি এসব কথা বলেন।

মান্নাফি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত দেখে বিএনপি-জামায়াত নানাভাবে দেশে অরাজকতা সৃষ্টি করতে উসকানি দিচ্ছে। তাদের ফাঁদে পা দেয়া যাবে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা কারো সঙ্গে কোনো নৈরাজ্য চাই না। কিন্তু আমাদের পায়ে পা দিয়ে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে।’

মান্নাফি বলেন, ‘আগামী নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কোনো বাধা আমরা মানি না, মানব না। আগামী নির্বাচনে আমরা আবার শেখ হাসিনাক বিজয়ী করেই বাড়ি ফিরব।’

এদিকে বিকেলে কর্মসূচি শুরুর কথা থাকলেও দুপুর ১টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। তারা জানান, সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিরোধীদের যেকোনো চক্রান্ত মোকাবিলায় মাঠে থাকবেন তারা। একই সঙ্গে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা হলেও কর্মসূচিতে থাকছে ভোটের আবহও। নেতাকর্মীদের প্রত্যয়ও নির্বাচনে দলের জয় নিশ্চিতে এখন থেকেই সক্রিয় থাকবেন তারা।

সমাবেশের পর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। শাহবাগ ও এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে এ শোভাযাত্রা।