close(x)
 

বিএনপির পদযাত্রা ও সমাবেশে মৌখিক সম্মতি ডিএমপির

by রাজনীতি Published: July 16, 2023 DMP

কর্মসূচি সুষ্ঠুভাবে পালনে বিএনপিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

রোববার (১৬ জুলাই) ডিএমপি হেডকোয়ার্টারে কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরি অ্যানি।

তবে পদযাত্রায় পরিকল্পনা মন্ত্রণালয়ের রুটটি পরিবর্তনের জন্য ডিএমপির পক্ষ থেকে মতামত দেয়া হয়েছে। একইসঙ্গে কর্মসূচির প্রচারণায় মাইকিং করা যাবে না জানিয়ে বিএনপিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুপারিশ করেছেন ডিএমপি কমিশনার।

এর আগে সকাল ১১টায় বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে যান। প্রতিনিধি দলটি ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেন। ৩০ মিনিটের বৈঠকে ডিএমপি কমিশনারের কাছে পদযাত্রা কর্মসূচি ও সমাবেশ করার অনুমতি চেয়ে লিখিত আবেদন জমা দেয় বিএনপির প্রতিনিধি দল।