সোমবার (১৭ জুলাই) বনানী বিদ্যানিকেতন বিদ্যালয়ে সস্ত্রীক ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন,‘আমি নিজে সস্ত্রীক ভোট দিলাম। কোনো সমস্যা হয়নি।’
আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করছে জানিয়ে তিনি বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভোটকেন্দ্র থেকে প্রার্থীদের পোলিং এজেন্ট বের করে দেয়ার অভিযোগের ব্যাপারে ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের কাছে এ নিয়ে কোনো অভিযোগ আসেনি। এখানে ভোট দিতে এসে দেখছি সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।’
এদিকে, সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল অনেক কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৮ জন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টি-জাপার সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) ও মো. তারিকুল ইসলাম।