ইসি আহসান হাবিব খান বলেন, আমরা এটা ছাড়বো না। আমরা কমিশনে উঠাবো। সেই চেয়ারম্যারের আচরণ ঔদ্ধত্যমূলক।
সাংবাদিককে টাঙিয়ে পেটানোর হুমকিদাতা পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান।
বিষয়টি নির্বাচন কমিশন বৈঠকে তুলে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
আহসান হাবিব খান বলেন, ‘আমরা এটা ছাড়বো না। আমরা কমিশনে উঠাবো। সেই চেয়ারম্যানের আচরণ ঔদ্ধত্যমূলক।’
রোববার রাত ৯টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা তার কার্যালয়ে ঢাকা থেকে যাওয়া ১০-১২ জন সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করছিলেন। এ সময় সেখানে আকস্মিকভাবে উপস্থিত হন ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।
সভায় উপস্থিত ইত্তেফাক পত্রিকার স্থানীয় প্রতিনিধি সঙ্করকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তোকে সারাদিন বেশ কয়েকবার এই কার্যালয়ের এখানে ঘুরতে দেখছি, তোর এখানে কাজ কী? আবার যদি তোকে এখানে দেখি, তাহলে তোকে উপজেলা চত্বরে টাঙিয়ে পেটাব।’
এ কথা বলার পর সাংবাদিক সঙ্করকে অফিস থেকে বের করে দেয় চেয়ারম্যানের সাথে আসা দুই ব্যক্তি।