close(x)
 

জাতীয়করণ: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন

by Education বাংলাদেশ Published: July 26, 2023

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে মানিকগঞ্জের সাটুরিয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষামন্ত্রী দিপু মণির পদত্যাগ দাবি করা হয়।

বুধবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে সাটুরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কক্ষে সংবাদ সম্মেলনে সম্প্রতি শিক্ষকদের আন্দোলন নিয়ে বিতর্কিত বক্তব্যের কারণে শিক্ষামন্ত্রী দিপু মণির পদত্যাগ দাবি করেন।

সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ছানিহুর আক্তার।

সমিতির সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র দাসের সঞ্চলনায় বক্তব্য রাখেন বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান ও ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আবুল বাসারসহ আরো অনেকে।

এ সময় ধুল্যা বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাজাহান, দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিদ্দিকুর রহমান, জান্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হাবিবুর রহমান, আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাউর রহমানসহ উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এ সসময় বক্তারা বলেন, এমপিও ভুক্ত শিক্ষকগণ মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ ভাগ উৎসব ভাতা এবং মাত্র ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাই, যা শিক্ষক-সমাজের জন্য অসম্মানজনক। আমরা একযোগে আন্দোলন করছি, ক্লাস বর্জন করছি। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করছে শিক্ষকেরা। আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের অফিসে ডেকে নিয়ে শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে শিক্ষকদের অপমান করেছেন শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনি। শিক্ষামন্ত্রী কতিপয় অসাধু ও নামধারী শিক্ষক নেতা দ্বারা ভুলপথে পরিচালিত হচ্ছেন। এই শিক্ষামন্ত্রী দিয়ে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। এ কারণে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তারা বলেন, এক দেশে দুই নীতি চলতে পারে না। সরকার যদি অনতিবিলম্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ব্যবস্থা না করে, আন্দলনরত শিক্ষকেরা ঘরে ফিরে যাবে না।