close(x)
 

শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার : মমতাজ বেগম এমপি

by বাংলাদেশ Published: July 16, 2023

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্কুল কলেজগুলোতে বহুতল ভবন, ডিজিটাল ল্যাব, শিক্ষার্থীদের হাতে ট্যাবসহ বিভিন্ন আধুনিক শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে শনিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ভাকুম গ্রামস্থ বাউল কমপ্লেক্সের মধুর মঞ্চে উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।মমতাজ বেগম আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া অনেক দল দেশ শাসন করেছে। তারা শিক্ষা ক্ষেত্রে বিশেষ কোনো অবদান রাখতে পারেনি। শেখ হাসিনা সরকার শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও বই বিতরণসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ করছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আক্রাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সিঙ্গাইর পৌরসভার মেয়র আবু নাঈম মোঃ বাশার ও জেলা আওয়ামী মহিলা লীগ সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন।

জয়মন্টপ উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহীনুর রহমান মামুনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, খাসেরচর মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামসুদ্দিন, চারিগ্রাম এসএ খান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, শান্তিপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সাহরাইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জয়মন্টপ উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবু রাধে শ্যাম সাহা, নবগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও কালিয়াকৈর খান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবায়ের হোসেন খান প্রমুখ।এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি আব্দুর রফিক মোল্যা, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসার ৫ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।