close(x)
 

ইইউতে যোগ দেওয়ার উচ্চাভিলাস, ফের এরদোয়ানের গরম ভাতে জল

by বাংলাদেশ Published: July 10, 2023

সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে বেঁকে বসেছে তুরস্ক। এবার তুর্কি প্রেসিডেন্ট একরকম শর্তই দিয়ে বসেছেন যদি তার দেশকে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়, তবে তিনি সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি সমর্থন করবেন।

তবে এরদোয়ানের এই ধরনের ইচ্ছাকে ভালোভাবে নেয়নি ইউরোপিয়ান কমিশন। তারা এরদোয়ানের এই চাহিদা নাকচ করে দিয়েছে।

সোমবার সকালে এরদোয়ান বলেছেন, ‘৫০ বছর ধরে তুরস্ক ইউরোপিয়ান ইউনিয়নের দুয়ারে বসে আছে। ন্যাটোর প্রায় সব সদস্য দেশই এখন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। আমি তাদেরকেই বলছি যারা তুরস্ককে গত ৫০ বছর ধরে ইউরোপিয়ান ইউনিয়নের দুয়ারে বসিয়ে রেখেছে।’
এরদোয়ান আরো বলেছেন, ‘আসুন এবং ইউরোপিয়ান ইউনিয়নের পথ তুরস্কের জন্য খুলে দেন। যখন আপনারা তুরস্কের পথ আটকে রাখবেন, তখন আমার সুইডেনের পথও আগলে থাকবো।

তবে ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র ডানা স্পিন্যান্ট বলেছেন, যথাযথ প্রক্রিয়া মেনেই ইইউতে আসতে হবে। দুই প্রক্রিয়াকে কোনোভাবেই মিলিয়ে ফেলার উপায় নেই।