close(x)
 

পরিবেশ নষ্ট করতেই বিএনপি-জামায়াত অপচেষ্টা চালাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

by রাজনীতি Published: July 22, 2023 Asaduz jaman khan kamal

‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান মেনেই হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। সংবিধানের বাইরে কোনো দাবি মানা হবে না। বিএনপি এবং জামায়াতে ইসলামী বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত জেনে তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গতকাল শুক্রবার রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলাগাঁও এলাকায় এক ধর্মীয় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী পরে মোহাম্মদ সাইদুর রহমান চিশতী সায়েদাবাদীর মায়ের মাজার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট মৃণাল কান্তি দাস, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন।