close(x)
 

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

by বাংলাদেশ Published: July 27, 2023 রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে বাসের ধাক্কায় শামসুল মোল্লা (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যৃ হয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক মিয়া জানান, শামসুল মোল্লার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়। বুধবার রাত ১১টার দিকে মাতুয়াইল বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় মৌমিতা পরিবহনের একটি বাস শামসুল মোল্লাকে ধাক্কা দেয়। খবর পেয়ে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, টাঙ্গাইল থেকে শামসুল মোল্লা কাজলায় মেয়েজামাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। রাতে ওই বাসা থেকে হাঁটতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন। ঘটনার পরপরই বাসটি (ঢাকা মেট্রো ব-১৫-৮৭৪৩) জব্দ এবং চালককে আটক করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।