close(x)
 

স্বৈরাচারীদের থাবা থেকে দেশে গণতন্ত্র এনেছে আওয়ামী লীগ: জয়

by Uncategorized Published: July 20, 2023 সজীব ওয়াজেদ জয়

বুধবার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি তথ্যচিত্র আপলোড করে বাংলায় এই পোস্ট দেন তিনি।

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘১৯৭১ সালে পাকিস্তানিদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনার পরও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সংগ্রাম করতে হয়েছে আরও অনেক বছর। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে শুরু হয় পাকিস্তানি ধারার স্বৈরশাসন।

সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্ট

জয় লেখেন, ‘নিজেদের অপশাসনকে বৈধতা দিতে আইয়ুব-ইয়াহিয়ার মতোই পদ্ধতি অবলম্বন করে দেশের গণতন্ত্রকে ভুলুন্ঠিত করে মোশতাক, জিয়া ও এরশাদ।’

তিনি আরও লেখেন, ‘স্বাধীনতার পর থেকে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামীকে এ দেশের রাষ্ট্রপ্রধানেরাই শোষণ করে দেশে রাজনীতি করার সুযোগ দেয়। আবারও পাকিস্তানের গোলামী করার আকাঙ্ক্ষায় দেশকে ডোবাতে থাকে দিনের পর দিন। এই স্বৈরাচারী-উগ্রবাদীদের হিংস্র থাবার মোকাবিলা করে দেশে বার বার গণতন্ত্র ফিরিয়ে আনে আওয়ামী লীগ।’