close(x)
 

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে যুবককে তুলে নেওয়ার চেষ্টা, জনতার হাতে চারজন আটক

by জেলা Published: July 28, 2023 গাজীপুর জেলার মানচিত্র

আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সদস্য পরিচয়ে এক যুবককে তুলে নেওয়ার চেষ্টা করেন চার ব্যক্তি। সন্দেহ হলে তাঁদের আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুরে কাপাসিয়া থানায় খোঁজ নিয়ে জানা যায়, জনতার হাতে আটক ব্যক্তিদের তখনো থানা হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মোট পাঁচজনকে থানায় আনা হয়েছে। তাঁদের কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলমান আছে।

আটক ব্যক্তিরা হলেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার তেলটুপি গ্রামের আবু বক্করের ছেলে মো. নাদিম (২৫), চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ঢোলভাঙ্গা গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. তারেক (২৪), গাজীপুরে কাপাসিয়া উপজেলার লতাপাতা গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে আহসান হাবীব (২৭), একই উপজেলার দস্যুনারায়ণপুর গ্রামের মো. সাজেদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫) ও ঘাগুটিয়া গ্রামের আবদুল বাতেনের ছেলে মো. কবির (২৫)। এর মধ্যে কবিরকে তুলে নেওয়ার চেষ্টা করেন অপর চার ব্যক্তি।

পরিচয় জানতে চাইলে দুজন নিজেদের পুলিশ সদস্য ও অপর দুজন নিজেদের র‍্যাব সদস্য বলে পরিচয় দেন। কিন্তু এর সপক্ষে প্রমাণ দেখাতে পারেননি তাঁরা।

চালাবাজার এলাকার লোকজন জানান, গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে সাদা পোশাকে চারজন ব্যক্তি বাজারে আসেন। সেখানে মো. কবির নামের এক যুবককে ধরে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাচ্ছিলেন তাঁরা। ওই যুবক চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন তাঁদের থামান। পরিচয় জানতে চাইলে তাঁদের মধ্যে দুজন নিজেদের পুলিশ সদস্য ও অপর দুজন নিজেদের র‍্যাব সদস্য বলে পরিচয় দেন। কিন্তু এর সপক্ষে প্রমাণ দেখাতে পারেননি তাঁরা। পরে তাঁদের কাপাসিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, ‘ওই ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর পরিচয় দিয়েছে। কিন্তু উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে পারেননি। আমরা পাঁচজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’