মান্নান স্যার কি আসলেই স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি? যদি সভাপতি হন তাহলে ব্যানারে ওনার নাম কই? ছবি কই? ওনি সভাপতি কিন্তু মেইন ব্যানারে শুধু একজনের নামই দেখি সব সময়।
৭ আগস্ট সোমবার দৈনিক শিক্ষার ফেসবুক পেইজে এক লাইভ অনুষ্ঠানে স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল মান্নান চৌধুরীর কাছে এই প্রশ্নগুলো রেখেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।
শেখ কাওছার আহমেদ বলেন, আমি মান্নান স্যারকে শুধু একটা প্রশ্ন করবো স্যার আপনি যে সংগঠনটা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি হিসেবে দাবিদার বা আমরা সভাপতি হিসেবে শুনি সেখানে আপনি গ্রহণযোগ্যতা কতটুকু? আজকে যে ব্যানারটাই লিখিত বক্তব্য পাঠ করবেন অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, তাহলে আপনার নাম কই? আপনি সভাপতিত্ব করছেন আর আপনার নাম নাই। আমরা আপনাদের বিভিন্ন সভা-সেমিনার ও সংবাদ সম্মেলনে দেখি শুধু একজনের নাম-ছবি দেখি। আপনার নাম-ছবি দেখি না। আমরা কস্ট পাই। আজকের অনুষ্ঠানেও আপনার নাম নাই। ব্যানারের কোথাও আপনার নাম নাই। আমরা আপনার কাছে সুস্পষ্টভাবে জানতে চাই আপনি আসলেই কি স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি? এটি পষ্কিার করুন।