জাতীয় সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে বললেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী রেজাউল করিম (চরমোনাই পীর)।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর পল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
রেজাউল করিম বলেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী মনে করে তাদেরকে কেউ কিছু করতে পারবে না। আপনাদের মনে রাখতে হবে ফেরাউন নীল নদে ডুবে মরেছিলেন।
তিনি বলেন, দেশের সব মানুষ আজ আওয়ামী লীগের জুলুমের বিরুদ্ধে একত্রিত হয়েছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা আমাদের অধিকার রক্ষায় জানমাল নিয়ে ঝাঁপিয়ে পড়ব।
দলটির সহকারী মহাসচিব ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ বলেন, যেই সংবিধান মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে না, তা আমরা চাই না। তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি বলেন, ২০১৪-১8 এর মতো বর্তমান সরকার ২০২৪ সালেও অবৈধভাবে ক্ষমতায় আসতে চায়। তাদের এই নীল নকশা আমরা বাস্তবায়ন হতে দেব না।
এ সময় জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জাতীয় সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না।