close(x)
 

জাতীয়করণ: পাঁচবিবি উপজেলার ৪৮ মাধ্যমিকে ঝুলছে তালা

by Education Published: July 19, 2023

দেশের সকল মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবির ৪৮টি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষক কর্মচারীরা।

চলমান আন্দোলনের তৃতীয় দিন মঙ্গলবার (১৮ জুলাই) সকালেও শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করলেও নেই কোনো শিক্ষার্থী। শ্রেণি কক্ষগুলোতে তালা ঝুল ছিল। শ্রেণি কক্ষে তালা দেখে শিক্ষার্থীদের বাড়ি ফিরে যেতে দেখা গেছে।

ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন মন্ডল বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ বেসরকারি শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। তবে বিদ্যালয়ে ক্লাশ না হলেও অফিসিয়াল কার্যক্রম চালু রয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষকরা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশে ক্লাশ বর্জন করেছে এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে।

১৬ জুলাই (রোববার) থেকে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে এ আন্দোলনের ডাক দেন।