শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকার যে আশ্বাস দিয়েছে তার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।
আজ সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা এ দাবি জানান।
তারা জানান, দেশে সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা ও কারিগরিসহ বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সামগ্রিক শিক্ষা জাতীয়করণসহ শিক্ষকদের সদস্যার সামধান দাবি করেন তারা।
এ সময় বক্তব্য উপস্থাপন করেন স্বাশিপ সভাপতি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. শাহজাহান আলম সাজু।
আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘শিক্ষা শব্দের অর্থ সামগ্রিক শিক্ষা- মক্তব, মাদরাসা, কারিগরি, প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব স্তরের শিক্ষা। স্বাশিপ সামগ্রিক শিক্ষা জাতীয়করণের দাবিতে কাজ করছে। আমরা মানসম্মত শিক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে শিক্ষার্থীদের কম বেতনে পড়ার সুযোগ ও শিক্ষকদের খেয়েপরে বেঁচে থাকার ব্যবস্থা করতে চাই।’
লিখিত বক্তব্য পাঠে শাহজাহান আলম সাজু চারটি দাবি উপস্থাপন করেন। এগুলো হলো- জাতীয়করণের সুষ্ঠু ও কার্যক্রম পরিকল্পনা, নীতিনির্ধারণ ও বাস্তাবয়নের প্রক্রিয়া সম্পাদনের জন্য গঠিত দুইটি কমিটির কার্যক্রম দ্রুত সম্পাদন করা; ইনডেক্সধারী, জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধনকৃত শিক্ষকদের শূন্য পদে বদলি বাস্তাবায়নের জন্য অবিলম্বে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা; বর্তমান বাজেট থেকে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সুনির্দিষ্ট হারে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা বৃদ্ধি করা এবং প্রধান শিক্ষকদের স্কেল বৈষম্য দূরীকরণ, সহকারী প্রধান শিক্ষকদের বেতন সমন্বয় করা, অনার্স-মাস্টার্স এবং স্বতন্ত্র এবতেদায়ী শিক্ষকদের এমপিও প্রদান।