বুধবার (১৯ জুলাই) দুপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের সহযোগিতায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ বিএনপির।
রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি অবস্থায় বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, বুধবার দুপুর ২টার দিকে ঠাকুরগাঁও থেকে ব্যানার ফেস্টুনসহ বেশ কয়েকটি বাসযোগে দিনাজপুরের উদ্যেশে রওনা হয় নেতাকর্মীরা। বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রায় যাওয়ার পথে বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতা নিয়ে পদযাত্রার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এ সময় গাড়ি থেকে নেতাকর্মীরা নিচে নামলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। আহতদের চিকিৎসা নিতেও বাঁধা দেয় তারা।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহর থেকেই ইট-পাটকেল ছোঁড়া হয়েছে। পরবর্তীতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। গাড়িটিকে (বাস) জব্দ করে থানায় আনা হয়েছে।