close(x)
 

পুলিশ-বিএনপি সংঘর্ষ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

by বাংলাদেশ রাজনীতি Published: July 29, 2023

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল (এ রিপোর্ট লেখা পর্যন্ত) বন্ধ হয়ে গেছে।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাঁদানে গ্যাস ছুঁড়ছে পুলিশ। বিএনপি নেতাকর্মীরাও ইট-পাটকেল ছুড়ছেন।

এর আগে সংঘর্ষ কিছুটা কমে এলে গাড়ি চলাচল শুরু হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। তবে ফের সড়কে থেমে থেমে সংঘর্ষ শুরু হলে পিছু হটে পুলিশ। সড়ক দখলে নেন বিএনপি কর্মীরা। ফের যান চলাচল বন্ধ হয়ে গেছে।