বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নানান ধরনের ফন্দি আটছে। তারা (সরকার) মনে করেছিল ২০১৪ এবং ১৮ সালের মতো যেনতেন নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে পারবে। কিন্তু জনগণ আওয়ামী লীগ সরকারকে লালকার্ড দেখিয়েছে। অন্য কারও সঙ্গে আপসরফা করে লাভ নেই, সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে।
শনিবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুর সাত্তার, লিটন মাহমুদ, হাজি মনির, সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির নেতারা।
আব্দুস সালাম বলেন, কথা স্পষ্ট তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। যে নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে পারবে না সে নির্বাচন দেশে আর কখনো হবে না। সরকার তাদের পতন আসন্ন দেখে মন্ত্রীরা একেক সময় একেক কথা বলছেন।
তিনি বলেন, আমরা এ সরকারের কাছে আর কোনো সুষ্ঠু নির্বাচন দাবি করছি না। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিও করছি না। কারণ, আওয়ামী লীগের শরীরে সুষ্ঠু নির্বাচন বা গণতন্ত্রের কোনো অবস্থান নেই। আজ যদি আওয়ামী লীগ দেশের জনগণের কথা মেনে নিত, মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দিত তাহলে বিএনপি সরকার পতনের একদফা আন্দোলনে যেতো না। এ আওয়ামী লীগ কখনোই স্বাভাবিকভাবে ক্ষমতা ছাড়েনি। এবারও জনতার আন্দোলনে তাদের পতন ঘটবে ইনশাআল্লাহ।