close(x)
 

একদফা আন্দোলনের মধ্যে হঠাৎ বিএনপির ৩ নেতার পদোন্নতি

by রাজনীতি Published: August 18, 2023

একদফা আন্দোলনের মধ্যে হঠাৎ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ৩ নেতার পদোন্নতি হয়েছে।
তারা হলেন- রশিদুজ্জামান মিল্লাত, আব্দুল কাদির ভুইয়া জুয়েল ও বজলুল করিম চৌধুরী আবেদ।

শুক্রবার (১৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রশিদুজ্জামান মিল্লাতকে কোষাধ্যক্ষ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদকে সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

এর মধ্যে মিল্লাত চার দলীয় জোট সরকারে বিএনপির এমপি ছিলেন। আব্দুল কাদির ভূইয়া জুয়েল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন।

বজলুল করিম চৌধুরী আবেদ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তিনি বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের আসনে মনোনয়নপ্রত্যাশী।