close(x)
 

এক দিনের সন্তানকে কোরআন তেলাওয়াত শোনালেন সানা

by বিনোদন Published: July 18, 2023

গত ৫ জুলাই মা হয়েছেন বলিউড থেকে সরে যাওয়া অভিনেত্রী সানা খান। ছেলের নাম রেখেছেন তারিক জামাল। অভিনেত্রীর সন্তানের নামের সঙ্গে মিল রয়েছে পাকিস্তানের ধর্মপ্রচারক মাওলানা তারিক জামিলের।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের দুটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যায়, বেবি কটে শুয়ে আছে সদ্যোজাত শিশু, ফোনে চলছে কোরআন তিলাওয়াত।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘প্রথম দিন থেকেই আমার সন্তানকে কোরানের তেলাওয়াত শোনাচ্ছি।’ শুধু তাই নয় তিনি ভিডিওতে বাবা ও ছেলের মধ্যে একটি সুন্দর মুহূর্তও শেয়ার করেছেন।

২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন সানা খান। এরপর নভেম্বর মাসে মুফতি আনাস সঈদের সঙ্গে বিয়ে হয় তাঁর। সানার স্বামী মৌলবী এবং ইসলাম ধর্মের গবেষক। এরপর নতুন জীবন শুরু হয় তাঁর। আর বিয়ের তিন বছরের মাথায় সন্তানসম্ভবা হন সানা। চলতি বছরেই প্রকাশ্যে আসে সেই খবর।