SSC Agriculture Short Suggestion 2024 | এসএসসি কৃষি শিক্ষা সংক্ষিপ্ত সাজেশন ২০২৪


Sohagh

By Sohagh

SSC Agriculture Short Suggestion 2024. Every student wants to better result in SSC Exam. So they need a good guidelines for us. Behind, they need common suggestion before ssc exam. For this reason, we find out a good and better suggestion for all education board. Some best Teacher helped redy to SSC Agriculture short Suggestion 2024. However, this year, according to the instructions of the Ministry of Education, preparations are underway to take the Suggestion at the rate of 100%. It is hoped that students will be able to finish their Suggestion before the exam. After publishing the SSC short Suggestion, the student is looking for various websites to download it. However, they are not getting the desired result in a hurry. I am by their side to alleviate their frustration. For your convenience, we have published Agriculture short Suggestion 2024. So that you can read it very easily. We hope that our suggestion will get most common. It is very good SSC Agriculture Short Suggestion. So every student should to follow this suggestion, if they want brilliant result.

SSC Short Suggestion 2024

SSC Agriculture Short Suggestion 2024 (All Education Board)

We upload here SSC Agriculture New Short Suggestion 2024 File. If you want you can download it from our website. After collecting the PDF file, open it. Usually you need to have adobe reader software installed on your device to open the PDF file. If not, download it. However, if you face any problem while downloading SSC Agriculture Suggestion 2024, you can let us know. We will take appropriate steps to resolve your issue. Also, if you like this article, you can share it with your friends and relatives. So that Tarao can know about SSC Short Suggestion 2024. Because students have been lagging behind for a long time. So it will be beneficial for them.

১ম অধ্যায়: কৃষি প্রযুক্তি

১। কৃষি প্রযুক্তি কী?

উত্তর: কৃষিকাজ করার জন্য যেসব ধারণা, পদ্ধতি, যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয়, সেগুলোই কৃষি প্রযুক্তি। যেমন-ট্রাক্টর, সবুজ সার ইত্যাদি কৃষি প্রযুক্তির অন্তর্ভুক্ত

২। জিওল মাছ কী?

উত্তর: যে সকল মাছের দেহে ফুলকা ছাড়াও অতিরিক্ত শ্বসনতন্ত্র থাকে, যার মাধ্যমে তারা বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিতে পারে, সেগুলোই জিওল মাছ।

৩। বীজ শুকানো অর্থ কী?

উত্তর: বীজ শুকানো অর্থ হলো বীজ থেকে অতিরিক্ত আর্দ্রতা সরানো বা পরিমিত মাত্রায় আনা।

৪। বীজ কী?

উত্তর: উদ্ভিদের বংশবিস্তারের জন্য যে অংশ ব্যবহার করা হয় তাই হলো বীজ।

৫। মৌল বীজ কী?

উত্তর: সকল বংশগত গুণাগুন রক্ষা করে যে বীজ উৎপাদন করা হয় তাকে মৌল বীজ বলে।

৬। জমি চাষ কী?

উত্তর: ফসল ফলানোর উদ্দেশ্যে যন্ত্রপাতির সাহায্যে জমির উপরের স্তরের মাটি আলগা করাই হলো জমি চাষ।

৭। ধান চাষে কয় ধরনের বীজতলা তৈরি করা হয়?

উত্তর: ধান চাষে চার ধরনের বীজতলা তৈরি করা হয়।

৮। জমি প্রস্তুতির প্রথম ধাপ কোনটি?

উত্তর: ভূমি কর্ষণ।

৯। সাইলোপিট কী?

উত্তর: সাইলেজ তৈরির জন্য সংগৃহীত ঘাস কেটে যে বায়ু নিরোধক স্থান বা গর্তে রাখা হয় তাই হলো সাইলোপিট ।

১০। মাটি কাকে বলে?

উত্তর: ভূ-পৃষ্ঠের নরম স্তর যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয়, গবাদিপশু বিচরণ করে তাকেই মাটি বলে।

১১। বীজ প্রক্রিয়াজাতকরণ কী?

উত্তর: ফসলের দানাকে বীজে পরিণত করা এবং বীজের উন্নতমান ও অঙ্কুরোদগম ক্ষমতাকে বজায় রাখার জন্য বীজের সর্বপ্রকার পরিচর্যা করাই হলো বীজ প্রক্রিয়াজতকরণ।

১২। সম্পূরক খাদ্য কাকে বলে?

উত্তর: প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছের দ্রুত বৃদ্ধির জন্য যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাকে সম্পূরক খাদ্য বলে।

১৩। কৃষিকাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি?

উত্তর: জমি প্রস্তুত করা।

১৪। কন্টোর পদ্ধতি কাকে বলে?

উত্তর: : পাহাড়ের ঢালে আড়াআড়ি সমন্বিত লাইনে জমি চাষ করাকে কন্টোর পদ্ধতি বলে।

১৫। হে তৈরির জন্য কোন ধরনের ঘাস উপযোগী?

উত্তর: হে তৈরির জন্য শিম গোত্রীয় ঘাস যেমন-সবুজ খেসারি, মাসকলাই বেশি উপযোগী।

১৬। অ্যালজি কী?

উত্তর: অ্যালজি হলো এককোষী বা বহুকোষী উদ্ভিদ।

১৭। হাম পুলিং কী?

উত্তর: মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশ উপড়ে ফেলাই হলো হাম পুলিং ।

১৮। কর্ষণ কাকে বলে?

উত্তর: চাষাবাদের জন্য মাটিকে যে প্রক্রিয়ায় খুঁড়ে বা আঁচড়ে আগাছামুক্ত, নরম, আলগা ও ঝুরঝুরা করা হয় তাকে কর্ষণ বা ভূমি কর্ষণ বলে ।

১৯। কোন সময় পুকুরে খাবার প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়?

উত্তর: পুকুরের পানি অত্যধিক সবুজ হয়ে গেলে খাবার প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

২০। দানাদার খাদ্য কাকে বলে?

উত্তর: যে খাদ্যে কম পরিমাণ আঁশ এবং বেশি পরিমাণে শক্তি পাওয়া যায় তাই দানাদার খাদ্য।

২১। কৃষকের ভাষায় মাটি কী?

উত্তর: কৃষকের ভাষায় ভূ-পৃষ্ঠের ১৫-১৮ সেমি গভীর স্তরকে মাটি বলা হয়।

২২। গম চাষের pH মান কত?/ গম চাষের জন্য pH মান কত হওয়া উচিত?

উত্তর: গম চাষের pH মান ৬.০-৭.০।

২৩। ভূমিক্ষয় কী?

উত্তর: বিভিন্ন প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে ভূ-পৃষ্ঠের উপরিভাগের মাটি সরে অন্যস্থানে চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে ।

২৪। পাহাড়ি জমির pH মান কত ?

উত্তর: পাহাড়ি জমির pH মান ৫-৫.৭।

২৫। কাফ স্টার্টার কী?

উত্তর: বাছুরের উপযোগী বিশেষ দানাদার খাদ্য মিশ্রণ যাতে ২০% এর অধিক পরিপাচ্য আমিষ ও ১০% এর কম আঁশযুক্ত খাদ্য থাকে তাকেই বলে কাফ স্টার্টার।

২য় অধ্যায়: কৃষি উপকরণ

১। সুষম খাদ্য কাকে বলে?

উত্তর: খাদ্যে সকল পুষ্টি উপাদান সমানুপাতিক হারে বিদ্যমান থাকলে তাকে সুষম খাদ্য বলে।

২। জু-প্লাংকটন কী?

উত্তর: জু-প্লাংকটন হলো পানিতে মুক্তভাবে ভাসমান অণুবীক্ষণিক প্রাণিকণা।

৩। কৃষিতাত্ত্বিক বীজ কী?

উত্তর: উদ্ভিদের যেকোনো অংশ যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে, তাকে কৃষিতাত্ত্বিক বীজ বলে।

৪। মাছ চাষের জন্য পুকুরের প্রতি লিটারে পানিতে কী পরিমাণ দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন?

উত্তর: কমপক্ষে ৫ মিলিগ্রাম।

৫। মহুয়ার খৈল বা রোটেনন কী?

উত্তর: মহুয়ার খৈল বা রোটেনন হলো রাক্ষুসে মাছ দূরীকরণের জন্য পানিতে ব্যবহৃত মাছ মারার বিষ।

৬। পুকুর কাকে বলে?

উত্তর: পুকুর হচ্ছে ছোট ও অগভীর জলাশয় যেখানে নিয়ন্ত্রিত উপায়ে মাছ চাষ করা হয় এবং প্রয়োজনে একে শুকিয়ে ফেলা যায় ।

৭। মুরগি খামার পরিচালনায় কোন খাতে খরচ বেশি হয়?

উত্তর: খাদ্য খাতে।

৮। রগিং কী?

উত্তর: বীজ বপনের পরে চারা গজালে কাঙ্ক্ষিত চারা রেখে অন্য জাতের চারা বা আগাছ তুলে ফেলাকে রগিং বলে।

৯। ইলিশ প্রজনন ক্ষেত্রগুলোতে কোন সময় মাছ ধরা নিষেধ?

উত্তর: ১৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত।

১০। ফসটক্সিন কী?

উত্তর: ফসটক্সিন হলো এক ধরনের রাসায়নিক বিষ যা দ্বারা মাছ মারা হয়।

১১। বর্তমানে দেশে মোট কতটি মৎস্য অভয়াশ্রম আছে?

উত্তর: ৫০০টি।

১২। অঙ্গজ বীজ কাকে বলে?

উত্তর: উদ্ভিদের পাতা, কাণ্ড, কুঁড়ি, শিকড় ইত্যাদি যে সকল অংশ বংশ বিস্তারের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, তাদেরকে অঙ্গজ বীজ বলে।

১৩। ডিম পোনা কাকে বলে?

উত্তর: ডিম ফোটার পরের অবস্থাকে বলে ডিমপোনা।

১৪। কারেন্ট জাল বা ফাঁস জাল কী?

উত্তর: কারেন্ট জাল বা ফাঁস জাল হলো ৪৫ সেমি বা তার কম ব্যাস বা দৈর্ঘ্য বিশিষ্ট জাল।

১৫। একটি ফাইটোপ্লাংকটনের নাম লিখ।

উত্তর: ক্লোরেলা।

১৬। বীজ জমি পৃথকীকরণের উদ্দেশ্য কী?

উত্তর: বীজ জমি পৃথকীকরণের উদ্দেশ্য হচ্ছে শস্য বীজের সাথে যেন অন্য জাতের বীজের সংমিশ্রণ না ঘটে।

১৭। বকচর কী?

উত্তর: মাছ চাষের পুকুরের উপরিতলের ধার ও পাড়ের মধ্যবর্তী যে স্থানটুকু ফাঁকা রাখা হয় তাই বকচর।

Tags: SSC Agriculture, SSC Agriculture 2024, SSC Agriculture Short Suggestion 2024, SSC Agriculture Short Suggestion, SSC Agriculture Short Suggestions, Agriculture Short Suggestion, আইসিটি সংক্ষিপ্ত সাজেশন-২০২৪