SSC History and World Civilization of Bangladesh Short Suggestion-2024 | এসএসসি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সংক্ষিপ্ত সাজেশন-২০২৪


Sohagh

By Sohagh

SSC History and World Civilization of Bangladesh Short Suggestion 2024. Every student wants to better result in SSC Exam. So they need a good guidelines for us. Behind, they need common suggestion before ssc exam. For this reason, we find out a good and better suggestion for all education board. Some best Teacher helped redy to SSC History and World Civilization of Bangladesh short Suggestion 2024. However, this year, according to the instructions of the Ministry of Education, preparations are underway to take the Suggestion at the rate of 100%. It is hoped that students will be able to finish their Suggestion before the exam. After publishing the SSC short Suggestion, the student is looking for various websites to download it. However, they are not getting the desired result in a hurry. I am by their side to alleviate their frustration. For your convenience, we have published History and World Civilization of Bangladesh short Suggestion 2024. So that you can read it very easily. We hope that our suggestion will get most common. It is very good SSC History and World Civilization of Bangladesh Short Suggestion. So every student should to follow this suggestion, if they want brilliant result.

SSC Short Suggestion 2024

SSC History and World Civilization of Bangladesh Short Suggestion 2024 (All Education Board)

We upload here SSC History and World Civilization of Bangladesh New Short Suggestion 2024 File. If you want you can download it from our website. After collecting the PDF file, open it. Usually you need to have adobe reader software installed on your device to open the PDF file. If not, download it. However, if you face any problem while downloading SSC History and World Civilization of Bangladesh Suggestion 2024, you can let us know. We will take appropriate steps to resolve your issue. Also, if you like this article, you can share it with your friends and relatives. So that Tarao can know about SSC Short Suggestion 2024. Because students have been lagging behind for a long time. So it will be beneficial for them.

ইতিহাস ১ম অধ্যায়

১. ইতিহাস কী?
উত্তর: ইতিহাস হচ্ছে মানবসভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ।

২. আইন-ই-আকবরী গ্রন্থটির লেখক কে?
উত্তর: আইন-ই-আকবরী গ্রন্থটির লেখক হচ্ছেন আবুল ফজল।

৩. ইৎসিং কে ছিলেন?
উত্তর: ইৎসিং ছিলেন একজন চৈনিক পরিব্রাজক ৷

৪. সাম্প্রতিক ইতিহাস কী?
উত্তর: সাম্প্রতিক ইতিহাস হলো বর্তমান সময়কালের পক্ষে প্রাসঙ্গিক ঘটনাবলির ঐতিহাসিক বিবরণ।

৫. ‘ইলিয়ড’ ও ‘ওডিসি’ মহাকাব্যের লেখক কে ছিলেন?
উত্তর: ‘ইলিয়ড’ ও ‘ওডিসি’ মহাকাব্যের লেখক ছিলেন মহাকবি হোমার।

৬. বিষয়বস্তুগত ইতিহাস কাকে বলে?
উত্তর: কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলে।

৭. আধুনিক ইতিহাসের জনক কে?
উত্তর: আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র‌্যাংকে৷

৮. ইতিহাসে কিসের কোনো ঠাঁই নেই?
উত্তর: ইতিহাসে আবেগের কোনো ঠাঁই নেই।

৯. ‘সমাজজীবনই ইতিহাস’ – উক্তিটি কার?
উত্তর: সমাজজীবনই ইতিহাস উক্তিটি টয়েনবিরের।

১০. উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
উত্তর: উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত।

১১. ইতিহাসের জনক কে?
উত্তর: ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস।

১২. ‘ইতিহাস’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: ‘ইতিহাস’ শব্দটির উৎপত্তি হয়েছে “ইতিহ” শব্দ থেকে যার অর্থ হচ্ছে ঐতিহ্য।

১৩. ‘ইতিহাস’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কী হবে?
উত্তর: ‘ইতিহাস শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে দাড়ায় ইতিহ + আস। যার অর্থ এমনই ছিল।

১৪. ‘ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে’ উক্তিটি কার?
উত্তর: ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে উক্তিটি হচ্ছে ঐতিহাসিক ড. জনসনের।

ইতিহাস ২য় অধ্যায়

১. হেলেনিক সংস্কৃতি কী?
উত্তর: গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেলকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে ওঠে তাই হেলেনিক সংস্কৃতি।

২. সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর: সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আদর্শ রাষ্ট্র ও সুনাগরিক গড়ে তোলা।

৩. হায়ারোগ্নিফিক কী?
উত্তর: মিশরীয় চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর।

৪. রোমান সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল কোন ক্ষেত্রে?
উত্তর: রোমান সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল আইনের ক্ষেত্রে।

৫. ‘ইলিয়ড’ ও ‘ওডিসি’ মহাকাব্যের রচয়িতা কে?
উত্তর: ‘ইলিয়ড’ ও ‘ওডিসি’ মহাকাব্যের রচয়িতা হোমার।

৬. ‘রসেটা স্টোন’ কী?
উত্তর: ‘রসেটা স্টোন’ মিশরে আবিষ্কৃত একটি পাথর, যাতে হায়ারোগ্লিফিক ভাষায় প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায়।

৭. কোন সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল?
উত্তর: সিন্ধু সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল।

৮. প্রাচীন মিশরে সূর্য দেবতার নাম কী ছিল?
উত্তর: প্রাচীন মিশরে সূর্য দেবতার নাম ছিল আমনরে।

৯. মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান আবিষ্কার কী ছিল?
উত্তর: হায়ারেগিফিক লিপি আবিষ্কার ছিল মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান আবিষ্কার।

১০. ইতিহাসের জনক কে?
উত্তর: ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস।

১১. বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে?
উত্তর: বৈজ্ঞানিক ইতিহাসের জনক হলেন থুকিডাইডেস।

১২. কারা ৩৬৫ দিনে বছর গণনার আবিষ্কারক?
উত্তর: মিশরীয়রা ৩৬৫ দিনে বছর গণনার আবিষ্কারক।

১৩. প্রথম পর্যায়ে লিপি ছিল কেমন?
উত্তর: প্রথম পর্যায়ে লিপি ছিল চিত্রভিত্তিক।

১৪. সিন সভ্যতার অধিবাসীরা কী পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল?
উত্তর: সিন্ধু সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল।

Tags: SSC History and World Civilization of Bangladesh, SSC History and World Civilization of Bangladesh 2024, SSC History and World Civilization of Bangladesh Short Suggestion 2024, SSC History and World Civilization of Bangladesh Short Suggestion, SSC History and World Civilization of Bangladesh Short Suggestions, History and World Civilization of Bangladesh Short Suggestion, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সংক্ষিপ্ত সাজেশন-২০২৪