close(x)
 

এসএসসির ফল প্রকাশের পর ৩ শিক্ষার্থীর আত্মহত্যা

by Education Published: July 29, 2023

এসএসসির ফল প্রকাশের পর গোপালগঞ্জের কোটালীপাড়া, নাটোরের লালপুর ও কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় দু’জন আত্মহত্যার চেষ্টা করে।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় জুঁই সমাদ্দার নামে এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। সে রামশীল গ্রামের অসীম সমাদ্দারের মেয়ে। ফেলের খবর জানার পর স্কুল থেকে বাড়িতে গিয়ে বিষপান করে জুঁই। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সে গণিতে ফেল করেছে।

নাটোরের লালপুরে এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে মম নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার উপজেলার লালপুর ইউনিয়নের জোতদৈবকী গ্রামে এ ঘটনা ঘটে। মম জোতদৈবকী গ্রামের মহসিন আলীর মেয়ে। সে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। সে জিপিএ ৩.৫৬ পেয়েছে।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৃষ্টি আক্তার নামে এক ছাত্রী এসএসসিতে পয়েন্ট কম পাওয়ায় আত্মহত্যা করেছে। সে আগরপুর উত্তরপাড়া গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে। জিপিএ ৩ দশমিক ৮৪ পেয়ে সে পাস করেছে। বিকেলে বাবা-মা বাড়ির বাইরে গেলে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

পিরোজপুরের মঠবাড়িয়ায় এসএসসি ফল প্রকাশের পর এক বিষয়ে ফেল করায় দুই পরীক্ষার্থী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের একজন উপজেলার গোলবুনিয়া গ্রামের সুশীল মজুমদারের মেয়ে সুজাতা মজুমদার। নিজের ওপর অভিমান করে সে বিষপান করে। অন্যজন হলো ছোট শৌলা গ্রামের জুয়েল হাওলাদারের ছেলে পিয়াল। সেও এক বিষয়ে ফেল করায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।