close(x)
 

আন্দোলন ঠেকাতেই গ্রীষ্মকালীন ছুটি বাতিল, অভিযোগ আন্দোলনরত শিক্ষকদের

by Uncategorized Published: July 23, 2023

দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ (সরকারিকরণ) বৈষম্য দূরীকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলা শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে। ১৩তম দিনের মতো তাদের এই আন্দোলন চলছে।

গত ১১ জুলাই শিক্ষকরা আন্দোলন শুরু করেন।
রোববার (২৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে সরেজমিনে এই দৃশ্য দেখা গেছে।

সেখানে দেখা যায়, শিক্ষকরা সেখানে অবস্থান নিয়েছেন। দাবির পক্ষে শিক্ষক নেতারা স্লোগান দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন, অভিযোগ জানাচ্ছেন।

জাতীয়করণের দাবিতে শিক্ষকরা যখন রোদে পুড়ে-বৃষ্টিতে ভিজে অবস্থান কর্মসূচি পালন করছেন, ঠিক এই সময়ে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটির আদেশ দিয়েছে।

আন্দোলনরত শিক্ষকদের অনেকে বলছেন, আন্দোলন থেকে তাদের সরিয়ে দিতেই ছুটি বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৯ জুলাই আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এই ছুটি বাতিলের কথা জানান।

পরদিন ২০ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব সাইদুর রহমান খানের সই করা আদেশে ছুটি বাতিল করা হয়। তাতে বলা হয়, ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত এ মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক, দাখিল, উচ্চ মাধ্যমিক, আলিম এবং কারিগরি, সমমান পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হলো।

ছুটি বাতিলের কারণ হিসেবে আদেশে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার উদ্দেশ্যে ছুটি বাতিল করা হয়েছে। আগের দিন শিক্ষামন্ত্রীও এ কথা জানিয়েছিলেন। তবে এই কারণ মানতে নারাজ শিক্ষকরা।

নারায়ণগঞ্জ থেকে অবস্থান কর্মসূচিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বাংলানিউজকে বলেন, আমাদের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হলো। কেন? আমরা বিশ্বাস করতে চাই না। এই ছুটি বাতিল আমাদের আন্দোলনকে দমানোর জন্য বলে মনে করি। আমরা যাতে শ্রেণিকক্ষে ফেরত যাই। কিন্তু, সেটি হবে না। আমরা আমরণ আন্দোলন চালিয়ে যাব।